বিদ্যুৎ কে আবিস্কার করেন? কত সালে?
বিদ্যুৎ আবিষ্কারের সত্যতা সঠিকভাবে যাচাই করা একটু জটিল। এটি আসলে দুই হাজার বছরেরও বেশি সময় আগে উদ্ভাবিত হয়েছিল।
উওরঃ
ব্রিটিশ বিজ্ঞানী
মাইকেল ফ্যারাডে
১৮২০ থেকে ১৮৩০ এর
দশকে প্রথম বিদ্যুৎ
উৎপাদনের বুনিয়াদী
তত্ত্ব আবিস্কার করেন।
তাঁর আবিস্কৃত সেই
প্রাথমিক তত্ত্বের
উপরে ভিত্তি করেই,
আজো বিদ্যুৎ উৎপাদিত
হয়ে আসছে ।
তাই তাকে বিদ্যুতের আবিষ্কারক বলা হয়।
ধন্যবাদ,, সাথেই থাকুন।

Nc